Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নির্ধারিত ছক

ক্র:নং

পূরণীয় কনটেন্ট

বিস্তারিত

০১.

ব্যানার

সংযুক্ত করতে হবে

০২.

এক নজরে

বয়স্কভাতা

৮১০৮ জন

৫০০/-মাসে

৪,৮৬,৪৮,০০০/-বছরে

 

অসচ্ছল প্রতিবন্ধীভাতা

১৭০৯ জন

৭০০/-

১,৪০,৫৫,৬০০/-

 

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাভাতা

২৫৭৩/-জন

৫০০/-

১৫৪,৩৮,০০০/-

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি

৮১/-জন

প্রাথমিক ৫০০/-মাধ্যমিক ৬০০/-উচ্চমাধ্যমিক ৭০০/-

৫১৩৬০০/-

 

বিশেষ বয়স্কভাতা

৩৬ জন

৫০০/-

২১৬০০০/-

 

বেদে ও

অনগ্রসর

জনগোষ্ঠির

শিক্ষা উপবৃত্তি

 কর্মসূচি

৪২ জন

প্রাথমিক ৩০০/-মাধ্যমিক৪৫০/-

৬০০/-উচ্চমাধ্যমিক ৭০০/-উচ্চতর ১০০০/-

২০৮৮০০/-

 

 

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সংখ্যা

ক্যাপিটেশণ গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সংখ্যা

ক্যাপিটেশণ গ্রান্ট প্রাপ্ত এতিম নিবাসীর সংখ্যা

২০১৬-১৭ অর্থ বছরে অনুদান প্রাপ্ত সংস্থার সংখ্যা

 

 

 

 

১৩৫টি

০১টি

২০ জন

০৫টি

 

 

 

 

আরএসএস

৪৮৭৩৪৪১/-

৪৮৭১৫০০/-

৫২৫১১৮০/-

 

 

 

 

সুদমুক্ত ক্ষুদ্রঋণ তহবিল

6850000/=-

6850000/=

5538500/-

 

 

 

 

পল্লী মাতৃকেন্দ্র

12,80,000/-

12,80,000/-

14,0,8000/-

 

 

 

 

এসিডদগ্ধ মহিলা ও শালীকি প্রতিবন্ধীদের পূনর্বাসন তহবিল

1624337/-

1624337/-

1354815/=-

 

 

 

 

সুদ হতে ঋণ বিতরণ

7,08,639/-

708639/-

779502/-

 

 

 

 

সর্বমোট=

15336417/=

15334476\=-

14,33,1997/=

 

 

 

 

 

পূণবিনিয়োগ

 

 

 

 

 

আরএসএস

27510000/=-

28682258/=

99%

 

 

 

 

সুদমুক্ত ক্ষুদ্রঋণ তহবিল

8550000’=-

6303770/=/-

99%

 

 

 

 

পল্লী মাতৃকেন্দ্র

7968000/=

8004150/=

99%

 

 

 

 

এসিডদগ্ধ মহিলা ও শালীকি প্রতিবন্ধীদের পূনর্বাসন তহবিল

4891000/=

3984435/=-

96%

 

 

 

 

সর্বমোট=

48919000/=

46974613/=

99%

 

 

 

 

মঞ্জুরীকৃত পদের নাম

মঞ্জুরীকৃত পদের সংখ্যা

কর্মরত পদের  সংখ্যা

শূণ্য পদের সংখ্যা

 

 

 

 

উপজেলা সমাজসেবা অফিসার

০১ জন

০১ জন

নাই

 

 

 

 

ফিল্ড সুপারভাইজার

০১ জন

০১ জন

নাই

 

 

 

 

উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক

০১ জন

০১ জন

নাই

 

 

 

 

ইউনিয়ন সমাজকর্মী

০৯ জন

০৯ জন

নাই

 

 

 

 

কারিগরী প্রশিক্ষক

০৩ জন

০১ জন

০২ জন

 

 

 

 

বার্তা বাহক

০১ জন

০১ জন

নাই

 

 

 

 

 

০৩.

ভিশন মিশন

বাংলাদেশের অবহেলিত,বঞ্ছিত ও পিছিয়ে পরা জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন করাই সমাজকল্যাণ মন্ত্রণালয় তথা সমাজসেবা অধিদফতরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

০৪.

আমাদের অর্জনসমূহ

রাজবাড়ী সদর উপজেলাধীন সমাজসেবা অধিদফতরের অর্জনসমূহ: দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কাযক্রমের অগ্রগতি ১০০%। এছাড়া বয়স্কভাতা,বিধবা স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধীভাতা,প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি,বেদে-হরিজন নৃগোষ্ঠীর বিশেষভাতা,বেদে-হরিজন নৃগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি-এর অগ্রগতি ১০০%।

০৫.

ভবিষ্যৎ পরিকল্পনা

রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কার্যালয় বিদ্যমান কর্মসূচির অগ্রগতি অব্যাহত রেখে দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কাযক্রম বৃদ্দিসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিদ্যমান কর্মসূচিসমূহের ২০%ভাগ বৃদ্ধি করে সুষ্ঠভাবে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করেছে।

০৬.

সম্প্রতি কর্মকান্ড

রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকান্ড: দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ পল্লীমাতৃকেন্দ্র,প্রতিবন্ধী পূণর্বাসন কার্য্যক্রম,সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, বেদে-হরিজন নৃগোষ্ঠীর বিশেষ ভাতা,বেদে-হরিজন নৃগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন,বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন,নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থভিটামাটিহীন বস্তিবাসীদের আর্থিক সহায়তা কার্য্যক্রম ও হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসুচি বাস্তবায়ন।

০৭.

নোটিশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমাজসেবা অফিসারের কার্য্যালয়

রাজবাড়ী সদর, রাজবাড়ী।

স্মারক নং৪১.০১.৮০৭২.০০০০.০৬.০০১.১৮.তারিখ:০৩/০৬/২০১৮ খ্রিঃ।

সভার নোটিশ

   উপজেলা পল্লী সমাজসেবা কার্য্যক্রম (আরএসএস) বাস্তবায়ন কমিটির এক সভা আগামী ০৭/০২/২০১৮ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর, রাজবাড়ী মহোদয়ের সভা কক্ষে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

০২। উক্ত সভার একজন সম্মানীত সদস্য হিসেবে আপনাকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোদ করা হলো।

০৩। আলোচ্যসূচি- ক) বিগত সভার কার্য্যবিবরণী পাঠ ও পর্য্যালোচনান্তে অনুমোদন;

খ)ঋণ আদায় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত;

গ)ঋণ মঞ্জুরী প্রদান প্রসঙ্গে;

ঘ)বিবিধ।

                 স্বাক্ষরিত ০৩/৬/১৮

     (বি,এম,আসাদুজ্জামন)

   উপজেলা সমাজসেবা অফিসার

    রাজবাড়ী সদর, রাজবাড়ী।

 . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . .

 

(gwZDi ingvb †kL)

Dc‡Rjv mgvR‡mev Awdmvi

dwi`cyi m`i, dwi`cyi|

অনুলিপি সদয় জ্ঞাতার্থে-

১।উপপরিচালক,জেলা সমাজসেবা অফিসার,রাজবাড়ী।

২।উপজেলা নির্বাহী অফিসার, সদর, রাজবাড়ী।

৩।অফিস কপি।

০৮.

খবর

২৫ এপ্রিল ২০১৮ তারিখে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি মহোদয় কর্তৃক ২০১৭-১৮ অর্থ বছরের অতিরিক্ত বয়স্কভাতা-৭৩৫ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা-২১৯ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা-১৪১জনকে বহি বিতরণ করা হয়।

০৯.

প্রশিক্ষণের তালিকা

২০১৬-১৭ অর্থ বছরে দলনেতা ও ইউনিয়ন সমাজকর্মীদের প্রশিক্ষণের তালিকা-রামকৃষ্ণ ঘোষ, ইউনিযন সমাজকর্মী,শঙ্করী রানী দাস,ইউনিযন সমাজকর্মী,কুলছুম খাতুন,ইউনিযন সমাজকর্মী,ফরিদা পারভীন,ইউনিযন সমাজকর্মী, রাশেদা বেগম, ইউনিযন সমাজকর্মী,সুফিয়া নার্গিস,ইউনিযন সমাজকর্মী, গোবিন্দ চন্দ্র ঘোষ, ইউনিযন সমাজকর্মী, মোঃ সেলিম হোসেন,ইউনিযন সমাজকর্মী,মদন মোহন সূত্রধর, ইউনিযন সমাজকর্মী, মোঃ আঃ আঃ রশিদ, অফিস সহায়ক।

১০.

প্রশিক্ষণের বিস্তারিত

দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ-কার্য্যক্রমের গ্রাম কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সমাজকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসূচি সুষ্ঠুভাবে সফল বাস্তবায়ন সহজ হয়।

১১.

প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত

সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত প্রশিক্ষণ কর্মসূচি খুবই অপ্রতুল।আর্থিক বরাদ্দও সামান্য। পল্লী সমাজসেবা কার্য্যক্রমের প্রশিক্ষণ কার্য্যক্রমসহ প্রতিবন্ধীদের জন্য টেকসই প্রশিক্ষণে উপজেলা পরিষদ ও জাইকার প্রকল্পের সহযোগীতা কামনা করা হয়।

১২.

কর্মকর্তার প্রোফাইল

বি,এম,আসাদুজ্জামান

উপজেলা সমাজসেবা অফিসার

মোবাইল-০১৭১২১৮৬৫২৪ ' ০৬৪১৬৫৫৫০

B.M.ASADUZZAMAN.

UPAZILA SOCIAL SERVICE OFFICERS.

01712186524. '064165550.

USSO.RAJBARISADAR@DSS.GOV.BD

১৩.

প্রাক্তন অফিস প্রধান

১। জনাব মনোয়ার মাহমুদ মিয়া ২৫/৫/১৯৯৫-২৪/৭/১৯৯৭

২।  ” মোঃ মিজানুর রহমান ২৪/৭/১৯৯৭-২৬/১২/১৯৯৯

৩। ” দীপক কুমার প্রামানিক ২৭/১২/১৯৯৯৯-১২/২/২০০২

৪। ” মোঃ জিল্লুর রহমান ২৭/০১/২০০২-১৪/০৫/২০১৭

৫। ” মাজাহারুল ইসলাম ১৪/০৫/২০১৭-২০/০৬/২০১৭

১৪.

সেবার তালিকা

রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকান্ড: দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ পল্লীমাতৃকেন্দ্র,প্রতিবন্ধী পূণর্বাসন কার্য্যক্রম,সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, বেদে-হরিজন নৃগোষ্ঠীর বিশেষ ভাতা,বেদে-হরিজন নৃগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন,বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন,নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থভিটামাটিহীন বস্তিবাসীদের আর্থিক সহায়তা কার্য্যক্রম ও হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসুচি বাস্তবায়ন।

১৫.

যোগাযোগ

রাজবাড়ী-গোয়ালন্দ রাস্তায় শ্রীপুর বাজার, উপজেলা পরিষদ কমপ্লেক্স-এর ভিতরে দক্ষিণ পাশে নিচতলায় উপজেলা সমাজসেবা কার্যালয় অবস্থিত।

১৬.

ফটো গ্যালারি

 

১৭.

চুক্তিসমূহ

অর্থ বছর

ক্রমিক নং

প্রকল্প/কর্মসূচির নাম অগ্রাধিকার ভিত্তিতে

অর্থের উৎস

বাস্তবায়নের সময়সীমা

সহায়তা দপ্তরের নাম

বাস্তবায়নকারী

প্রথম বছর (২০৭-১৮)

০১

১।আরএসএস(ঋণকার্য্যক্র)ম ২।

পল্লী মাতৃকেন্দ্র(ঋণকার্য্যক্রম)

 

৩।দগ্ধ ও প্রতিবন্ধী পূর্ণবাসন কার্য্যক্রম)৪।বয়স্কভাতা(সামাজিক নিরাপত্তা কর্মসূচি)৫।বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাভাতা ৬। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৭। বিশেষ বয়স্কভাতা ৮।প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ৯।দলিতশিক্ষা উপবৃত্তি ১০। হিজড়া জনগোষ্ঠির জহীবনমান উন্নয়ন ১১। নদঅভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের অনুদান প্রদান ১২।বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট ১৪।স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানরে এককালীন অনুদান প্রদান।

 

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১ জুলাই ২০১৭ হতে ৩০ জুন ২০১৮

সমাজসেবা অধিদফতর

উপজেলা সমাজসেবা কার্যালয়, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

 

 

১৮.

উপজেলা অফিস পরিদর্শন

অদ্য ১৫/০৭/২০১৭ রাজবাড়ী জেলার উপজেলা সমাজসেবা কার্য্যালয়, রাজবাড়ী সদর, পরিদর্শন করলাম। পরিদর্শনকালে এ কার্য্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ কার্য্যালয়ের বিস্তারিত কার্য্যক্রম সম্পর্কে অবহিত হলাম এবং সন্তোষজনকভাবেকার্য্যক্রম চলছে মর্মে প্রতীয়মান। এ কার্যালয়ে অনুমোদিত জনবলের মধ্যে কারিগরি প্রশিক্ষক এবং এম,এল,এস,এস, পদ শূণ্য আছে – যা পদায়নের জন্য মন্ত্রণালয় হতে সমাজসেবা অধিদপ্তরকে যথাযথ নির্দেশনা প্রদান করা হবে। বিভিন্ন ধরনের ভাতা বিতরন কার্য্যক্রমের বিষয়ে বিভিন্ন সমস্যা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এ কার্য্যালয়ের কাজের মান বর্তমানে ভালো, এ ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

১৫/০৭/২০১৭

আবেদা আক্তার

উপসচিব

সমাজকল্যাণ মন্ত্রণালয়।

১৯.

ইউনিয়ন অফিস পরিদর্শন

অদ্য ১৪/০৬/২০১৮ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর প্রকল্প গ্রাম পরিদর্শন করলাম। পরিদর্শনকালে এ কার্য্যালয়ের ফিল্ড সুপারভাইজার জনাব সালমা ইয়াসমিন ও ইউনিয়ন সমাজকর্মী জনাব ফরিদা পারভীনসহ কর্মদলের সভাপতি ও ঋণ গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। এ গ্রামের বিস্তারিত কার্য্যক্রম সম্পর্কে অবহিত হলাম এবং সন্তোষজনকভাবে কার্য্যক্রম চলছে মর্মে প্রতীয়মান।বিভিন্ন ধরনের ভাতা বিতরন কার্য্যক্রমের বিষয়ে বিভিন্ন সমস্যা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এ প্রকল্প গ্রামের কাজের মান বর্তমানে ভালো, এ ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

১৪/০/২০১৮

              বি,এম,আসাদুজ্জামান

           উপজেলা সমাজসেবা অফিসার

             রাজবাড়ী সদর,রাজবাড়ী।

২০.

মন্ত্রণালয়ের অফিস/বিভাগের অফিস

WWW.MOSW.GOV.BD

২১.

অধিদপ্তরের অফিস

WWW.DSS.GOV.BD

২২.

বিভাগীয় অফিস

বিভাগীয় সমাজসেবা কার্যালয়,ঢাকা।

২৩.

উপজেলা অফিসসমূহ

 

২৪.

অনলাইন যোগাযোগ