Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Online application link for Allowances for the Persons with Disabilities: https://mis.bhata.gov.bd/onlineApplication
Details

প্রিয় রাজবাড়ী সদর উপজেলাবাসী


সরকার ২০২২-২৩ অর্থবছরে ১০০ ভাগ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার আওতায় আনয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এক্ষেত্রে ইতোমধ্যে যারা উপজেলা সমাজসেবা কার্যালয়, রাজবাড়ী সদর, রাজবাড়ী অফিস হতে প্রতিবন্ধী পরিচয় পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) সংগ্রহ করেছেন কিন্তু ভাতা পান না এরুপ ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিগণ স্ব স্ব ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা/নিজ মোবাইল/কম্পিউটার/অন্য যেকোন মাধ্যমে ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইনে ১০/০৮/২০২২ হতে ১০/০৯/২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


আবেদনের লিংক https://mis.bhata.gov.bd/onlineApplication


অনলাইন আবেদনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজনঃ


১. জাতীয় পরিচয় পত্র (১৮ বছরের উর্দ্ধে)/ জন্ম নিবন্ধন (১৮ বছরের নীচে)

২. প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র (সুবর্ণ নাগরিক কার্ড)

৩. সক্রিয় মোবাইল নম্বর (বিকাশ)

৪. প্রিন্ট করার ব্যবস্থা


বিঃদ্রঃ (ভাতা পেতে কোন অর্থ লাগে না। তাই কেউ ভাতার বিনিময়ে কোন অর্থ দাবী করলে উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা সমাজসেবা অফিসার, রাজবাড়ী সদর, রাজবাড়ী এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।)


মোবাইল নম্বর- ০১৭০৮৪১৪৯১৪

অনুরোধক্রমে

উপজেলা সমাজসেবা অফিসার

রাজবাড়ী সদর, রাজবাড়ী

Images
Attachments
Publish Date
10/08/2022
Archieve Date
10/10/2022